জান্নান জাহা : নারায়ণগঞ্জ -সোনারগাঁও এলাকায় প্রতিহিংসার জেরে জামপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে পাকুন্দা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ভূইয়া মাকসুদের বাড়িতে গত ৩/৯/২০২৪ হামলা চালিয়ে বেপক ক্ষয়ক্ষতি করে,জানা যায় হামলাকারীরা একই ইউনিয়নের ইব্রাহিম ও তার ভাই ইসমাইল, উভয় পিতা মুকুল চান বেপারী, শাহিন পিতা বেদন, ইব্রাহিমের দুই ছেলে রাজু ও জহির, ইসমাইলের ছেলে ছাকিব সহ আরো অজ্ঞাত ২৫- ৩০ জনের একটি দল মাকসুদের বাড়িতে ডুকে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে ঘরে থাকা সোফার সেট, ফ্রিজ, আলমারিতে স্বর্নালংকার ও নগদ অর্থ সহ বিভিন্ন ইলেকট্রিক পন্য সহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়।২০ – ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়, এখানেই খ্যান্ত নয় তারপর দিনই ছাকিব পিতা ইসমাইল,আনিস পিতা আকতাব,রায়হান পিতা আফজল সহ আরো ১০ ১৫ জন মিলে আশরাফুল ভূইয়া মাকসুদের ফ্যাকটুরীতে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে,সেই চাঁদা দেওয়ায় অস্বীকৃতি জানান ব্যবসায়িক মাকসুদ, এতেই ক্ষিপ্ত হয়ে চাদাঁবাজ দলের হোতা ইব্রাহিম ও ইসমাইল ব্যবসায়ীক আশরাফুল ভূইয়া মাকসুদের মান ক্ষুন্ন ও হেনস্তা করার লক্ষে মাকসুদ ভুইয়া ও তার পিতা আলাউদ্দিন এবং তার চাচাতো ভাই তরিকুলের এবং আরো অনেকের নাম দিয়ে একটি অনলাইন পত্রিকায় মিথ্যা ও অপপ্রচার মূলক তথ্য প্রকাশ করে গত ৫ -৯-২০২৪ইংতারিখে সেখানে বলা হয় মাকসুদ নিজে উপস্থিত হয়ে বিভিন্ন ক্লাব ভাংচুর করেছে,অথচ সে গত ৩০ /৮/২০২৪ইংতারিখে ব্যবসায়িক কাজে চায়না ছিলেন বলে জানান মাকসুদ,তিনি বলেন, এভাবে ডাহা মিথ্যা অপপ্রচার করে আমাকে হেনস্তা করতে চায়, এই চাঁদাবাজ দলের বিষয়টি নিয়ে আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ তদন্ত চেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।ইতিমধ্যে মাকসুদ ভূইয়ার ফ্যাক্টরী আগুনে পুড়ে ফেলার হুমকিও দিচ্ছে বলে জানান তিনি,সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন এলাকায় প্রতিটি মানুষ অবগত আছে যে, আমি এবং আমার পরিবার কতটা মানবিক।এবং সহজ সরল ভাবে জীবন যাপন করি।