পুলিশের উপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ৩২ বছর বয়সী যুবকের নাম মাহমুদুল হাসান শুভ (৩২)। সে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে।
এ ঘটনায় পুলিশ মামলা গ্রহণ করে তাকে শুক্রবার বিকালে আদালত প্রেরণ করলে কারাগারে পাঠানোর নির্দেশদেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, গত বুধবার (১৪ ডিসেম্বর) রাতে পুলিশ চেকপোস্টে কাছে এক ব্যক্তির কাছে মোটরসাইকেলের কাগজপত্র চাওয়া হয়। এ সময় মোটরসাইকেলের কাগজপত্র না দিয়ে চেয়ারম্যানের বাসায় যাচ্ছে জানালে পুলিশ তাদের ছেড়ে দেয়। পরে চেয়ারম্যানের ছেলে শুভর নেতৃত্বে লোকজন এসে পুলিশের উপর হামলা করে। পুলিশের ৫ সদস্য আহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে এএসআই শফিউল্লাহ বাদী বন্দর থানায় মামলা করলে চেয়ারম্যানের ছেলে মাহমুদুল হাসান শুভকে গ্রেপ্তার করা হয়। আজ (১৬ ডিসেম্বর) আদালতে সপদ করা হয়েছে।
বন্দর থানা থেকে গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান শুভকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।
তবে, ঘটনাটি হামলা নয়, বাকবিতন্ডা দাবি করে গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান শুভর পিতা ও মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘বাসায় আসার পথে পুলিশের সাথে বাকবিতন্ডা হয়েছে। এরপর আমরা মাপ চেয়েছি-বিষয়টার মিমাংসাও করে ছিলাম। কিন্তু পরদিন এসপিকে (পুলিশ সুপার) কেউ ভুল বুঝিয়ে আমার ছেলেকে গ্রেপ্তার করিয়েছে। আজকে রিমান্ড পেয়ে আদালতে উঠানো হলে জেলগেটে ১ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত।’