সোনিয়া দেওয়ান প্রীতি : পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে লুটপাট ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগষ্ট) বাদ আসর ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজার কাজী মার্কেটের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মো : মাহবুব হোসেন এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু।
সভাটির সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহাবুব আলম শিকদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো বাবুল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো নজরুল ইসলাম মাদবর, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো ইমরান হোসেন হিমু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা দ্বীন ইসলাম দিলু,ডি এম আহসান হাবীব, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি শাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ জাহি হাসান বেলাল সহ ব্যবসায়ী রাজনৈতিক নেতাকর্মীরা।