১১ অক্টোবর সকাল ১১ টায় বন্দর থানাধীন কেওঢালা বাস ষ্ট্যান্ড অলিম্পিক বিস্কুট কোম্পানির সম্মূখ পাকা রাস্তার পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে কেওঢালা জনবহুল এলাকায় ব্যাটারি ফ্যাক্টরির এসিড মিশ্রিত বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ বিপর্যয় ও কোমলমতি শিশুসহ জনজীবন অতিষ্ঠ এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলীনুর মিয়া।
উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তাগন বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ এলাকার মানুষ শান্তি চাই, আমাদের এলাকার পরিবেশ রক্ষায় এসিড মিশ্রিত বিষাক্ত ধোঁয়ায় থেকে মুক্তি চাই।
আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. জুয়েল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন, মদনপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন, ৮ নং ওয়ার্ড সদস্য মো. শফিক, ৯ নং ওয়ার্ড সদস্য আখতার হোসেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা আক্তার,৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা সদস্য শেফালী আক্তার প্রমুখ।