টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর’ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উদ্বোধনের আগেই সেতুটির নতুন নামকরণ করা হতে পারে বলে জানা গেছে। তবে এই রেল সেতুর নতুন নাম কী হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ২০২৫ সালের জানুয়ারিতে উদ্বোধন হতে পারে এই সেতু। উদ্বোধনের প্রথম বছর ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে সেতুর ওপর দিয়ে বলে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিডি) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান।