গোয়ালন্দের দৌলতদিয়ায় শনিবার পদ্মা নদীতে মিরাজ শেখ নামে এক শৌখিন শিকারির বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বোয়াল। পরে দৌলতদিয়া কেসমত মোল্লার মৎস্য আড়তে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি ৪৯ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
চান্দু মোল্লা বলেন, পদ্মার বোয়ালের অনেক চাহিদা রয়েছে। মাছটি ফেসবুকের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।