নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ চারজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন।
শুক্রবার সন্ধ্যার এ ঘটনায় মা ও ছেলে নিহত হন। নিহতরা হলেন- নাজমা বেগম (৩০) ও তার ছেলে তাছিম শেখ (৪)।
এছাড়া এ ঘটনায় আরো ৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। তারা হলেন- কালিয়ার মাহমুদ শেখ (৪৫), বাহিরডাঙ্গা গ্রামের রয়েল মন্ডল (৩০), গ্রাম পুলিশ লাবু শেখ (২৮) ও জোকার চরের মো. খানজাহান আলী (৫০)।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোট আকৃতির খেয়া নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেটি ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও নাজমা তার ৪ বছরের সন্তানকে নিয়ে উঠতে পারেননি। পরে থানা পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালান।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, এখন পর্যন্ত নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান বলেন, খুলনা থেকে ডুবুরি দল ও আমাদের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত নিখোঁজ কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। নদীতে স্রোতের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।