নুর এ আজাদ: গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করেন।
এসময় উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. সামসুল হক দেওয়ান (পিএএমএস) অসহায়, দুস্থ, পঙ্গু মানুষদের সেবায় নিজেকে বিলিয়ে দেয়।
উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. সামসুল হক দেওয়ান (পিএএমএস) বলেন, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশ মোতাবেক ও নারায়ণগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার এবং বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আরিফ হোসেন’র আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। ভবিষ্যতে আমি আমার কর্তব্য পালন আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করবো। ইনশাআল্লাহ। আমি সর্বদা মানুষের সেবা করে যেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
এ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বন্দর উপজেলার ৯৭ টি ভোটকেন্দ্রে ১ হাজার ১৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য পূর্ণ পোশাকে দায়িত্ব পালন করেন।