নারায়ণগঞ্জ বন্দরে একেএম নাসিম ওসমান সেতুর টোল বক্সে ট্রাকের ধাক্কায় ডিভাইডার ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটি আটক করা হলেও জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ)দুপুরে ৩য় শীতলক্ষ্যা একেএম নাসিম ওসমান সেতুর টোল বক্সে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মদনগঞ্জ থেকে যাওয়ার পথে মালবাহী ১৪ চাকার লরি ট্রাক নং চট্র মেট্রো-ঢ-৮১- ২৬২২ এর চালক আলী আকবর(৪৪) ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোল বক্সে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। ফলে টোল বক্সের ডিভাইডার ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ট্রাক চালক আলী আকবর কে আটক করা হয়। পরবর্তীতে ১ হাজার টাকা জরিমানা নিয়ে টোল বক্সের সুপার ভাইজার সঞ্জয় ট্রাকটি ছেড়ে দেয়।
ট্রাক চালক আলী আকবর বলেন, সুপার ভাইজার সঞ্জয় আমাদের কোম্পানী থেকে মাসিক টাকা নেয়। সেই কারণে ট্রাক ছেড়ে দিয়েছেন। এক হাজার টাকা তো ওনাকে চা খাওয়ার জন্য দিয়েছি।
এ বিষয় জানতে চাইলে সুপার ভাইজার সঞ্জয় বলেন,ট্রাকের ধাক্কায় টোল বক্সের সামনে ডিভাইডারে কিছুটা ক্ষতি হয়েছে। ওই ট্রাক চালক পরিচিত। তাই ঢাকার অফিসে কথা বলে এক হাজার টাকা জরিমানা রেখে ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে।