মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন

নাসিম ওসমান সেতুতে ১৪ ঘন্টায় টোল আদায় ৪১৪৮০ টাকা

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ১০.৩৮ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্নের ৩য় শীতল্যা সেতু উদ্বোধনের পর রাত বারটা থেকে মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর দুইটা পর্যন্ত ১১০১ টি যানবাহন যাতায়াত করেছে। এতে ৪১ হাজার ৪৮০ টাকা টোল আদায় হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সেতু বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান ৩য় শীতল্যা সেতুটি উদ্বোধন করেন। সারাদিন টোল উন্মুক্ত ছিল। রাত ১২টা এক মিনিট নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ শুরু করে যানবাহন চলাচলে টোল আদায়।
নতুন এ সেতু উদ্বোধন হওয়ায় যাত্রীদের পাশাপাশি যানবাহন চালকরাও খুশি আনন্দিত। তারা জানিয়েছে, নতুন এ সেতু পথ যানজটমুক্ত পরিবেশে চলাচল করতে পেরে খুব স্বস্তিতে আছি।
সেতুটি বাস্তবায়ন হওয়ায় পদ্মা সেতুর সঙ্গে সেতুটি ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটের বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। শহর ও বন্দরের সড়ক পথের দূরত্ব কমে আসলো এক ঘন্টা। পাশাপাশি যানজট ও ভোগান্তির চাপ অনেকটা কমে আসবে।
বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান ৩য় শীতল্যা সেতুটি প্রকপ্ল পরিচালক মোঃ কবিরুল ইসলাম জানিয়েছেন, রাত বারটা এক মিনিট থেকে সড়ক ও জনপদ বিভাগ সেতুটির টোল আদায় শুরু করে। টোলের মূল্য গনমাধ্যমে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। সুষ্ঠু ও সুশৃংখল ভাবে যানবাহন চলাচল করছে। রাত বারটা থেকে আজ দুপুর দুইটা পর্যন্ত ১১০১ টি যানবাহন যাতায়াতে ৪১৪৮০ টাকা টোল আদায় হয়েছে। সুশৃংখলভাবে যানবাহন চলাচল করতে সব রকমের প্রস্তুতি নেওয়া আছে।
সৌদি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকার যৌথ অর্থায়নে ১২৫৩ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০৮ কোটি টাকা। ছয় লেনে ২২ দশমিক ১৫ মিটার প্রশস্থ নদীতে ৫টি সহ মোট ৩৮টি স্প্যান রয়েছে। সেতুতে বিভিন্ন যানবাহনে টোল আদায় নির্ধারন করা হয়েছে হেভি ট্রাক ৬২৫ টাকা। ট্রাক/ভ্যান, কন্টেইনারবাহী ট্রাক ৫০০ টাকা। দুই এক্সেল বিশিষ্ট ট্রাক/বাণিজ্যিক ব্যবহৃত ট্রাক্টরের টোল ২৫০ টাকা। চালক ব্যতীত ৩১ আসন বিশিষ্ট মােটর যানের টোল ২২৫ টাকা। ৩ টন যানবাহন ১৯০ টাকা। কৃষিকাজে ব্যবহৃত যানবাহনের জন্য টোল ১৫০ টাকা। মিনিবাসের জন্য ১২৫ ও মাইক্রোবাসের জন্য ১০০ টাকা। ব্যাক্তিগত প্রাইভেট কারের জন্য টোল ৬৫ টাকা, সিএনজি-অটোরিক্সা-অটোভ্যান, থ্রী হুইলারের টোল ২৫ টাকা। বাইকের টোল ১৫ টাকা। প্যাডেল চালিত রিক্সা বাইসাইকেলের জন্য টোল ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort