নারায়ণগঞ্জ জেলায় সফর করেছেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।
সোমবার(২২ আগষ্ট) সকাল ১০ টায় জেলা সফরের উদ্দেশ্যে আসেন সচিব।
নারায়ণগঞ্জে এসে প্রথমেই সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যান সচিব। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে বেলা ১১টায় কমর আলী স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন তিনি। কমর আলী স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য ব্যবস্থা ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করেন সচিব।
এসময় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের নারায়ণগঞ্জ সফরে কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমর আলী স্কুল এন্ড কলেজে ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আমিনুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, জেলা স্বস্থ্য তত্ত্বাবধায়ক স্বপর কুমার দেবনাথ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম,উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল গনি,উপজেলা শিক্ষক মোসাম্মৎ জাহানারা খানম
আরো উপস্থিত ছিলেন কমর আলী স্কুল এন্ড কলেজের অভিভাবক ও দাতা সদস্য মোঃ শাহ আলম,প্রধান শিক্ষক নূরুল ইসলাম,সহকারি প্রধান শিক্ষক নাজমুন নাহার,মোতাহার হোসেন, কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুন,সহকারি শিক্ষক সালমা আক্তার,মানসুরা আক্তার,মুক্তা বেগম প্রমূখ।