বিএনপির নেতা-কর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে আগামী ৪ ফেব্রæয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঢাকা বিভাগীয় বিক্ষোভ সমাবেশকে সফল করতে নগরীতে গণসংযোগ ও প্রচারনামূলক লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারি) বিকেল সাড়ে তিনটায় নগরীর ১নং খেয়াঘাটে মহানগর যুবদলের উদ্যোগে পথসভা করেন। পরে খেয়াঘাট থেকে শুরু করে নগরীর লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনাল, ১নং রেলগেইট, দুই নং রেলগেইট হয়ে বিবি সড়ক দিয়ে উকিলপাড়া, গ্ৰীনেস ব্যাংকের মোড় হয়ে, গলাচিপা দিয়ে চাষাড়ার এলাকার ফুটপাতের পথচারী ও যানবাহনের সাধারণ মানুষদের কাছে লিফলেট বিতরণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
লিফলেট বিতরণ পূর্বে পথসভায় বক্তব্যে বক্তারা বলেন, আগামী ৪ ফেব্রæয়ারি ঢাকা বিভাগীয় বিএনপির সমাবেশকে সফল করার লক্ষ্যে সাধারণ মানুষকে সম্পৃক্ততা করতে মহানগর যুবদলের গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সমাবেশ সফল করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। মানুষ জুলুমবাজ সরকারের কাছ থেকে রক্ষা করতে এদেশের মানুষের ভোটাধিকার চায়, গণতন্ত্র ফিরে আনতে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে। অন্যায়ভাবে গ্রেপ্তার করা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্তি দিতে হবে।
তারা আরও বলেন, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোর দাবি এই দাবি বিএনপির দাবি না, এদেশের মানুষের দাবি। দেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে আর দাবিয়ে রাখা হয়েছে। তাই মানুষ এখন মুক্তির লড়াইয়ে নেমেছে। এদেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়। অবিলম্বে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ এই সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছি।