জানা যায়- গতকাল ৫ই আগষ্ট সোমবার সন্ধায়,, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন এবং ইট ব্যবসায়ী রবিউল আউয়ালের বাড়িতে প্রায় ১ঘন্টা যাবৎ তার বাহিনী নিয়ে তান্ডব চালায়, মুছাপুর ইউনিয়নের সদ্য প্রাপ্তি উপজেলা চেয়ারম্যান মাকসুদ পুত্র মাহমুদুল হাসান শুভ।
স্থানীয় সূত্রে জানা যায়, মুছাপুর ইউনিয়নের উপনির্বাচনকে গিরে এই হামলার সূত্রপাত।উক্ত হামলায় শুভ’র উপস্থিতিতে শতাধিক মোটর সাইকেল যোগে হামলা চালানো হয়।এবং একই দিনে প্রায় ১০ টি বাড়িতে তারা এই অগ্নিসংযোগ ঘটায়। সোভাকাঙ্খিদের মুঠো ফোনে সংবাদে হামলার খবর জানতে পেরে আলী হোসেন তার পরিবার নিয়ে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে ঘটনাস্থল ত্যাগ করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। ঘরে ১৫ ভরি স্বর্ন, প্রায় ৫/৬ লক্ষ নগদ টাকা,২ টি গরু,ও একটি মটর সাইকেল ছিলো হামলা কারীরা তা সব নিয়ে গেছে। এবং বাড়ির সামনে রাখা ২ টি গাড়ি এ,দুই টি মটর সাইকেলে আগুন দিয়েছে, বাড়ির প্রথম এবং দ্বিতীয় তলায় আগুন দিয়েছে ঘরে থাকা সকল জিনিষ পত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ মতা অবস্থায় প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি জানানো হয়।এদিকে নিজের সব কিছু চোখের সামনে ছাই হতে দেখে মানুষিক ভাবে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে আলী হোসেন।
অপরদিকে ইট ব্যবসায়ী রবিউল আউয়ালের বাড়িতে সরেজমিনে গেলে তিনি বলেন মুহুর্তের মধ্যেই আমার বাড়িতে এসে বাড়ি ঘর চুরমার করে আগুন ধরিয়ে দেয় শুভ বাহিনী। তাদের ঠেকাতে আমার বৃদ্ধ বাবা এগিয়ে গেলে তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে রাখে। তিনি আরও বলেন, শুভ’র উপস্থিতিতে এই তান্ডব চালানো হয়েছে। ২২ ভরি সোনা, নগদ ২৩ লক্ষ টাকা এবং বাড়ির যাবতীয় ফার্নিচার পুড়িয়ে দিয়েছে তারা সব মিলিয়ে আমার ক্ষয় ক্ষতির পরিমান প্রায় আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ টাকার মতো। হঠাৎ এমন অতর্কিত হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গণমাধ্যমকে বলেন——-
এ বিষয়ে এখনো কোনো মামলা হয় নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে মামলা করা হবে।