নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আলিনগর এলাকার শফিউল্লাহ মিয়া’র মেয়ে সুমি (৩৫), ৭ জনের নাম উল্লেখ্য ও আরো ১৫-১৬ জনকে অজ্ঞাত করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়: ১৯ অক্টোবর দিবাগত রাত ১০ ঘটিকায় বিগত চার মাস পূর্বের ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরিয়া ঘটনার মিমাংসার জন্য চর ধলেশ্বরীর এলাকার আশাবুদ্দিন মিয়ার ছেলে শাকিল(২৫), আব্দুল মিয়ার ছেলে ইসলাম (২৭), আনিস’র মেয়ে পপি (৩২), ভুস’র ছেলে আল আমিন (২৮), আনিস’র ছেলে পারভেজ (৩০),আলাউদ্দিন’র ছেলে ডালিম (২৭) ঘারমোড়া এলাকার মহিদ মিয়া’র ছেলে অনিক (২৫) সহ আরো ১৫-১৬ জন আমার ছোট ভাই ডালিমের বাসায় আসেন।
এরপর প্রায় ২ ঘন্টা কথা চলার পর একপর্যায়ে উক্ত বিবাদীগণ উত্তেজিত হইয়া আমার ভাই ডালিম এর উপর আক্রমণ চালায়। তাকে বাঁচাতে আমার দেবর রমজান এগিয়ে আসলে তাহাকেও এলোপাথাড়ি ভাবে কিলঘুষি লাথি মারিয়া মারাত্মক ভাবে নিলাফুলা জখম করে এবং রামদা, চাপাতি, হাতুড়ি দিয়া আঘাত করিয়া রক্তাক্ত জখম করে এবং আমার ঘরে থাকা ৫ লক্ষ টাকা, স্বর্ণালংকার যাহার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা ও ঘাটে বাঁধা থাকা দুইটি টলার ভাঙচুর করে, যাহার মূল্য ৭ লক্ষ টাকা ক্ষতি সাধন করিয়া চলিয়া যায় এবং যাওয়ার সময় আমাদের সকলকে দেখিয়ে নিবে বলিয়া হত্যার করার হুমকি দিয়ে যায়।