
নারায়নগঞ্জে পানি সম্পদ মন্ত্রণালয় এর অধীনে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার আয়োজনে উপজেলা ভিত্তিক পানি সম্পদের গ্রামীন অংশগ্রহনমূলক সমীক্ষায় প্রাপ্ত তথ্যের সঠিকতা নিরূপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ভূগর্ভস্থ পানি ক্রমশ কমে যাওয়ায় নারায়ণগঞ্জ অঞ্চল পানি শূণ্য হয়ে পড়ার আশংকা ব্যক্ত করেন বিশেষজ্ঞরা। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা শিরিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সামাদ। আরও উপস্থিত ছিলেন-প্রকৌশলী ফয়সাল মেহেদী, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআইও পবিত্র মন্ডল চন্দ্র সহ উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন।
সভায় পানি আইন ২০১৩ এর কার্যকর প্রয়োগে বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় হাইড্রোলজিক্যাল অঞ্চলের দশটি জেলায় পানি সম্পদের প্রাপ্যতা গ্রামীণ অংশ গ্রহণমূলক সমীক্ষায় প্রাপ্ত তথ্যের সঠিকতা নিরূপণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
জানা গেছে, ভূগর্ভস্থ পানি কমে যাওয়ায় নারায়ণগঞ্জের গোগনগর, বক্তাবলি, কুতুবাইল ও শিবুমার্কেটসহ বেশ কয়েকটি এলাকা বর্তমানে ঝুঁকিতে রয়েছে। যা ১০ বছরে ১০০ ফুটেরও নিচে চলে গেছে। ২০২৫ সালে তা ১৫১ ফুটেরও নিচে দাঁড়িয়েছে।