উন্মুক্ত বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয় ভূলতা ইউনিয়ন পরিষদে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ২,কোটি ৯০,লক্ষ ৪ হাজার টাকা। গতকাল ২০মে সোমবার দুপুরে উপজেলা ভূলতা ইউনিয়নের এই বাজেট আলোচনা সভায় ও দোয়া অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ১ মনির হোসেন মেম্বার ৬ নং ওয়ার্ড।খোরশিদ আলম সচিব ভূলতা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ২ ভূলতা ইউনিয়নের। উপস্থিত ছিলেন মেম্বার মোসাঃ রুবিনা ১,২,ও ৩ নংওয়াড’ মেম্বার খোদেজা বেগম ৭,৮,ও ৯নং ওয়াড’ আবু দানিছ ভূঁইয়া মেম্বার ১নং ‘ ওয়াড’ রেজাউর রহমান খাঁন মেম্বার ২নং ওয়াড’ মোঃ সুমন মুন্সি মেম্বার ৩নং ওয়াড’মোঃকাকন মাহ,মুদ খোকন মেম্বার ৪ নং ওয়াড’। মাহাবুবুর রহমান মেম্বার ৫নং ওয়াড’। উপস্থিত ছিলেন আরো অনেকে।
সভায় বক্তব্য রাখেন , রুপগঞ্জ উপজেলা ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভূঁইয়া , ,
পরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ভৌত অবকাঠামো নির্মাণ ও জলবদ্ধতা নিরসনকে প্রাধান্য দিয়ে ২০২৪-২৫ অর্থ বছরের ৩ কোটি ০৪ লাখ ৪৫ হাজার ১৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়।