জাহাঙ্গীর হোসেনঃ কারিগরি শিক্ষায় সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাশ) সমমান ও মর্যাদা প্রদানের উদ্যোগের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অযৌক্তিক বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ দ্রুত বাস্তবায়নসহ ৩ দফা দাবীতে নারায়ণগঞ্জে প্রতিবাদ সভা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা শাখা।
বুধবার (২৯ মে) সকালে নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সভাকক্ষে সংগঠনের জেলা শাখার সভাপতি এমএম রমিজ উদ্দীনের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল আ. বাকি।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ‘র সঞ্চালনায় প্রতিবাদ সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।