২৭ ই জানুয়ারি ২০২৩ ঢাকা মহাখালী সুনামধন্য সরকারি প্রতিষ্ঠান আই এইচ টি এবং ম্যাটসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । দেশের বিভিন্ন বিভাগ থেকে এবং বিভিন্ন জেলা থেকে সাধারণ ছাত্র ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার হলে ঢোকার সময় বাধার সম্মুখীন হয় এবং বের হওয়ার সময় সুস্থ ছাত্রছাত্রী ধাক্কাধাক্কি তে বেশ কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয় হয়ে যায়। ওখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রথমে দুই একজন দেখা গেলেও পরে তাদের তেমন দেখা মিলেনি। ওখানকার দায়িত্বরত দারোয়ান তাদের ব্যবহার খুবই বাজে তারা তাদের নিজস্ব লোকদের ভেতরে ঢোকাচ্ছে এবং বের করছে। ছাত্রছাত্রীদের গার্ডিয়ান দের সাথে খারাপ আচরণ করে এবং পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের বের হওয়ার সময় এলাকার কিছু বকাটেদের তখন ঢুকায় এতে ছাত্রছাত্রীরা বাঁধার সম্মুখীন হয়। দূর দূরান্ত থেকে ছাত্র-ছাত্রী এবং গার্ডিয়ানরা অসন্তুষ্ট প্রকাশ করেছে। এমনকি দেশের বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটের লোকজনেরা প্রচার প্রসারের জন্য সাইনবোর্ড ব্যানার ফেস্টুন রোডের আশপাশ দিয়ে রাখেন, এটার জন্য তাদের চড়া দাম দিতে হচ্ছে ,তাদের মোটা অংকের টাকা দিতে হচ্ছে ১ হাজার ২ হাজারে কাজ হচ্ছে না ,৫ হাজার থেকে ১০হাজর স্থানীয় এলাকার বকাটে এবং হোস্টেলে থাকা পুরাতন ছাত্রদের দাবি। দিতে অস্বীকার করলে তাদের সাথে খারাপ আচরণ করে এমনকি তাদের ব্যানার ফেস্টুন লাথি মেরে ফেলে দেয়। এই অসঙ্গতি ও বিশৃঙ্খলা সম্বন্ধে জানতে আমরা অচিরে ই ওখানকার দায়িত্ব রত প্রধান কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।