নরসিংদীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)। নিহত সবার বাড়ি রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, চার জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত চার জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
নিহতের স্বজনরা জানান, সকালে রায়পুরা চরসুবুদ্ধি থেকে পরিবারে আট জন ঢাকায় ঘুরতে যায়। রাতে ঢাকা থেকে মাইক্রোবাসে করে তারা ফিরছিলেন। নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়কের পাসপোর্ট অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে চার জন মারা যান। আহত হন চার জন।