ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অনবদ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন জনি বেয়ারস্টো। অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে একাই লড়াই করছেন ইংলিশ এই তারকা ব্যাটসম্যান।
স্বাগতিক অস্ট্রেলিয়ার করা ৪১৮/৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় ইংল্যান্ড। দলকে সেই অবস্থা থেকে খেলায় ফেরান জনি বেয়ারস্টো।
পঞ্চম উইকেটে বেন স্টোকের সঙ্গে গড়েন ১২৮ রানের জুটি। ৯১ বলে ৬৬ রান করে ফেরেন বেন স্টোকস। এরপর শূন্য রানে ফেরেন জস বাটলার।
সপ্তম উইকেটে মার্ক উডের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন বেয়ারস্টো। ৩৯ রান করে ফেরেন উড।
অষ্টম উইকেট জুটিতে জ্যাক লিসকে সঙ্গে নিয়ে ১৩ রানের অবিচ্ছন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন বেয়ারস্টো। ৩ ছক্কা ও ৮ চারে ১০৩ রান করে অপরাজিত আছেন তিনি।
শুক্রবার তৃতীয় দিনের সকালে বৃষ্টির বাধায় সময়মতো খেলা শুরু হয়নি। প্রথম সেশনে তাই খেলা হয় কেবল ১৬.৫ ওভার। এ সময়েই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। তিন দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৫৮ রান। এখনও ১৫৮ রানে পিছিয়ে রয়েছে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪১৬/৮
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৫৮/৭।