রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রথম মুখোমুখি বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নৈপুণ্যে সন্তোষ প্রকাশ করেছে তার প্রচার শিবির। এখন তারা ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্ক আয়োজনের আহ্বান জানিয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের।
কমলার প্রচারশিবিরের মুখপাত্র জেন ও’ম্যালি ডিলন এক বিবৃতিতে আগামী মাসে ওই বিতর্ক আয়োজনের পরামর্শ দিয়েছেন। তিনি প্রশ্ন রেখেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দ্বিতীয় বিতর্কের জন্য প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প কি রাজি?’
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী ডিলন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ ব্যালট বাক্সে জবাব দেবেন, তারা কমলা হ্যারিসের সঙ্গে এগিয়ে যেতে চান, না কি ট্রাম্পের সঙ্গে পিছিয়ে যেতে চান। ভোটাররা মঙ্গলবার রাতে এটাই দেখেছেন এবং অক্টোবরে দ্বিতীয় বিতর্কেও তা দেখতে চান। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস দ্বিতীয় বিতর্কের জন্য তৈরি। ডোনাল্ড ট্রাম্প কি বিতর্কে রাজি?’
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট। এর আগে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে আর কোনো বিতর্কের ঘোষণা এখন পর্যন্ত নেই। তবে আগামী ১ অক্টোবর কমলার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ এবং ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সের মধ্যে বিতর্কের কথা রয়েছে। সিবিএস নিউজ ওই বিতর্ক আয়োজন করছে।