গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপজেলার ৯৭ টি ভোটকেন্দ্রে ১ হাজার ১৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য পূর্ণ পোশাকে দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন।
প্রতিটি ভোটকেন্দ্রে ১ জন পিসি, ১ জন এপিসি (অস্ত্রধারী) ৬ জন আনসার ভিডিপি সদস্য, ৪ জন মহিলা সদস্য (লাঠিসহ) মোট ১২ জন করে দায়িত্বে নিয়োজিত ছিলেন।
নির্বাচনের দিন প্রত্যেক আনসার ও ভিডিপি সদস্যদের কে শুকনা খাবার বাবদ অনলাইনে ভাতা প্রদান করা হয়। যাহাতে খাবারের জন্য কষ্ট বা সময় অপচয় না হয়।
গত ৬ জানুয়ারী বন্দর উপজেলাধীন সরকারী হাজী ইব্রাহীম আলমচান স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ১০ টায় এক ব্রিফিংয়ে বন্দর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আরিফ হোসেন তাদের সকল সদস্যদের উদ্দেশ্যে নির্বাচনের আচরণবিধি মেনে চলা সহ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
এ বছরই প্রথম আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মহোদয়ের নির্দেশ মোতাবেক প্রত্যেক সদস্যকে আইডি কার্ড প্রদান করা হয়।
ব্রিফিং অনুষ্ঠানে বন্দর উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক, খেলা রানী দাস, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. সামসুল হক দেওয়ান (পিএএমএস) সহ বন্দর উপজেলার সকল ভাতা ভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।