অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের ফল ও গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে ইসির নতুন মুখপাত্র ও সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব বলেছেন, কয়েকটি গণমাধ্যমে গত ৫ নভেম্বরের উপ-নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্রে এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের একটি কেন্দ্রে অনিয়মের তথ্য-উপাত্ত পাওয়া গেছে। এ তথ্যগুলো বিশ্লেষণ করেছে ইসি। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলার ডিসি, এসপি এবং নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন কমিশনে আসলে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক ১৯৭২ সালের আদেশে যে সংশোধনী আনা হয়েছে, এতে নতুন একটা সেকশন সংযুক্ত হয়েছে। তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, রিটার্নিং অফিসার ফল ঘোষণা করলেও যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে তথ্য-উপাত্ত নির্বাচন কমিশনকে অবহিত করে, তখন নির্বাচন কমিশন ওই আসনের গেজেট স্থগিত রাখতে পারবে। কমিশন অভিযোগ আমলে নিয়ে যথাযথ তদন্ত করে সে প্রতিবেদন পাওয়া পর সিদ্ধান্ত গ্রহণ করবে। যেহেতু আইনে নির্বাচন কমিশনকে এই ক্ষমতা অর্পণ করা হয়েছে, তাই গেজেট আপাতত স্থগিত করা হয়েছে।