আগামী দিনে দালাল মুক্ত বন্দর থানা বিএনপির কমিটি গঠনের জন্য নেতৃবৃন্দের প্রতি দাবি জানিয়ে বন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেছেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতি করি।
আমরা কোনো পরিবার কিংবা ভাইয়ের রাজনীতি করি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান যাদেরকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দায়িত্ব দিয়েছেন আমরা তাদের নেতৃবৃন্দে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে চাই।
যারা বিএনপি’র পথ পদবী নিয়ে আওয়ামী লীগের দালালি করে এসব দালালদেরকে বন্দর থানা বিএনপির কমিটিতে আর স্থান দেওয়া হবে না। আমরা চাই আগামীতে বন্দর থানা বিএনপির যে কমিটি গঠন করা হবে সেই কমিটিতে যেনো দালাল মুক্ত কমিটি গঠন করা হয়।
রোববার (১৬ অক্টোবর) বিকেলে বন্দর থানাধীন দেওয়ান বাগ এলাকায় আগামী ১০ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় বন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ দাবি জানান।
তারা আরও বলেন, আগামী ১০ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে বন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা অংশগ্রহণ করবো।
আগামী দিনে সরকার পতনের আন্দোলন ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যে সকল কর্মসূচির ডাক আসবে বন্দর থানা বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা প্রত্যেকটা কর্মসূচিতেই অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন।
বন্দর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরন, বন্দর পৌর বিএনপির সাবেক সভাপতি নুর মোহাম্মদ পনেজ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা, বন্দর উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন শিশির, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম কামরুল হাসান চুন্নু সাউদ, মহানগর বিএনপি নেতা মনোয়ার হোসেন মনেক্কা, মো. সেলিম, মনোয়ার হোসেন, আজিম সাউদ, জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক খান বাবু, মহানগর যুবদল নেতা সাইদুজ্জামান শহিদ, নাসির উল্লাহ টিপু, শাহবুদ্দিন, বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন ভূঁইয়া, সদস্য মো. শাহজাহান, গোলাপ ভূঁইয়া, বন্দর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিন, মহানগর ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইসলাম রছি, বন্দর থানা ছাত্রদলের সদস্য সচিব সাকিব মোহাম্মদ রাইয়্যান, মদনপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রাশেদ, সহ-সভাপতি রিফাত মীর, যুবদল নেতা তানভীর ভূঁইয়া প্রমুখ।
প্রসঙ্গত, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। গত বুধবার চট্টগ্রাম শহরে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে বিএনপির প্রায় দুই মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে, যা শেষ হবে আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের মধ্য দিয়ে।