বিএনপি-জামাত ইসলামের নৈরাজ্য প্রতিবাদ সহ দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে ফতুল্লার কাশিপুরস্থ এম সাইফউল্লাহ বাদলের বাসভবনের সামনে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব এম শওকত আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান, একেএম শহিদুল্লাহ, ওয়ালী মাহমুদ খান, লুৎফর রহমান স্বপন, আশরাফুল আলম, মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার, ফরিদ আহম্মেদ লিটন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টার, কোষাধ্যক্ষ জাকারিয়া জাকির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শফিউল্লাহ শফি, প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি, শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, সদস্য আবু মোহাম্মদ শরীফুল হক, আইয়ুব আলী, এমএ সাত্তার, মো: বাবুল মিয়া, মিছির আলী, আমিরুল্লাহ রতন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থীর পক্ষে আমাদের জোড়ালো ভূমিকা পালন করতে দলকে সুসংগঠিত করতে হবে। দলের নেতাকর্মী মধ্যে কোন বেধাবেধ না রেখে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। আর আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বাষিকীতে ফতুল্লা থানা আওয়ামী লীগ যাকজমক ভাবে পালন করা হবে। সবাইকে নিয়ে শাহাদাৎ বাষিকী পালন করার জন্য একমত পোষন করতে হবে। আমরা চাই ১৫ আগস্ট শোক দিবস পালনে প্রয়োজনে ফতুল্লার ৫ টি ইউনিয়নে ৫ দিন আলাদা ইউনিয়নে দিবস পালন করা হবে। এমপি শামীম ওসমান থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে কথা বলে ফতুল্লায় কর্মসূচিতে যাতে অংশ গ্রহণ করে তার জন্য থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কথা বলবে।
বক্তারা আরও বলেন, সামনে কঠিন সময় আসছে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা নেয়া হবে। আর দলীয় কমিটি গঠনে সবাইকে মূল্যায়ন করে কমিটি অন্তর্ভুক্ত করা হবে। আর থানা আওয়ামী লীগের কমিটিতে অনেকে মৃত্যুবরন করেছে ঐ শুন্য পদ গুলোতে আলোচনা করে পূরণ করা হবে।