দক্ষিণ আফ্রিকায় গত ১৮ দিনে ১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ডাকাতের গুলিতে, করোনা আক্রান্ত হয়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে এসব বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
সর্বশেষ শুক্রবার একই দিনে করোনা আক্রান্ত হয়ে জোহানসবার্গে দুইজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
জোহানসবার্গ শহরের প্রবীণ বাংলাদেশি ব্যবসায়ী আব্দু রাজ্জাক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যুবরণ করেছেন।
তিনি কুমিল্লার বাসিন্দা এবং দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবসা বানিজ্য করে পরিবার নিয়ে জোহানসবার্গে বসবাস করে আসছিলেন।
অপরদিকে একইদিন জোহানেসবার্গের সয়েটোতে করোনার লক্ষণ নিয়ে মৃত্যু বরণ করেছেন আফজাল হোসেন।তিনিও কুমিল্লার বাসিন্দা হলেও দীর্ঘ দিন থেকে জোহানেসবার্গে বসবাস করে আসছিলেন।
এছাড়া এর আগে জুন মাসের ১৫ তারিখ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ১৮ দিনে ১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু মাত্র তানিম নামে একজন বাংলাদেশি ডাকাতের গুলিতে খুন হয়েছে অন্য ১৪ জন করোনা, করোনার লক্ষণ নিয়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় আরো দুই শতাধিক বাংলাদেশ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।