ইসলামিক আমিরাত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি বলেছেন, আফগানিস্তানকে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়া থেকে রক্ষা করেছেন তারা।
তিনি জানান, দেশটির ব্যাংকগুলোর ওপর যে চাপ ছিল সেটি দিনে দিনে কমে আসছে। কারণ আন্তর্জাতিক সংস্থাগুলো তালেবান সরকারকে নগদ টাকা সহায়তা দিয়েছে।
আফগানিস্তানের মুখপাত্রদের সঙ্গে কথা বলার সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, দেশের অর্থনৈতিক খাতগুলো সুরক্ষিত আছে। এ কারণে দেশটি বিপর্যয়ে পড়েনি। তারা বিপর্যয় প্রতিরোধ করতে সমর্থ হয়েছেন।
তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এমন সময় এই মন্তব্য করলেন যখন জাতিসংঘ সমগ্র বিশ্বকে আফগান জনগণকে মানবিক বিপর্যয়ের হাত রেখে রক্ষার আহ্বান জানিয়েছে।