ঢাকার ডেমরা সারুলিয়া শুকুসি এলাকার চান বেকারীতে নিম্নমানের খাদ্য পন্য তৈরির অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠলেও প্রশাসনিক ভাবে কোন ব্যবস্থা না নেওয়ায় চাঁন বেকারীর মালিক আনোয়ার হোসেন জমজমাট ভাবে চালিয়ে যাচ্ছে তার ব্যবসা।
এদিকে নিম্নমানের ওই বেকারীর পণ্য খেয়ে মানুষ নানাবিধ রোগ ব্যাধিতে ভোগছে। এসকল বেকারী পণ্য খেয়ে মানুষ স্বাস্থ্যহীনতায় ভুগলেও কর্তৃপক্ষের নেই কোন নজরদারী ও তদারকি।
এ সকল নিম্নমানের উৎপাদনকারী বেকারী পণ্য কিনে ক্রেতারা আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। যে জন্য চাঁন বেকারী বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, নিম্নমানের ছেকারিন ও কাপড়ে দেওয়া বিষাক্ত রং, কেমিক্যাল মিশিয়ে মুখে স্বাদ লাগানো ওই বেকারী পণ্যগুলো খেয়ে স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীসহ নিম্ন আয়ের লোকজন নানা রোগ ব্যাধিতে ভুগছে। নিম্ন আয়ের লোকজন চায়ের দোকানে বসে চা খাচ্ছে ও এসব বেকারী পণ্য খেয়ে নানা সমস্যায় ভুগলেও জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন কোন আইনগতঃ ব্যবস্থাই নিচ্ছেন না। সরকারী নির্ধারিত মান রক্ষা না করে বেকারী ফ্যাক্টরীতে দুর্গন্ধ ও পরিত্যক্ত পরিবেশে বিস্কুট, পাউরুটি, নিম্নমানের কেকসহ অন্যান্য খাবার তৈরীতে নিয়ম বিধি মানছেন না বেকারী মালিক।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যদি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে এসব বেকারি পণ্য খেয়ে মানুষের যেমন ক্ষতি হবে এমন কি রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার।