বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস। দেশের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই দিবসটিতে ডেইরি আইনক পুরস্কার জিতেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান।
বুধবার (১ জুন ) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেশে দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা দুগ্ধ খামার গুলোকে পুরস্কৃত করে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়।
থ্রি স্টার ফার্ম হাউজের স্বত্তাধিকারী হিসেবে মিসেস নাসরিন ওসমান মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের হাত থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন।
এসময় মন্ত্রণালয়ের সচিব ড. ইয়ামিন চৌধুরী ও অন্যান্য উর্ধতন কর্মকর্তা, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি এবং দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তের দুগ্ধ উৎপাদনকারী খামারগুর পরিবেশ, উৎপাদনের পরিমাণ, পরিচ্ছন্নতা, আয়তনসহ বিভিন্ন বিষয় যাচাই বাছাইয়ের মাধ্যমে খামারগুলোকে পুরস্কারের জন্য মনোনীত করে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়।