অধিনায়ক আর কোচ বদলেই আমূল পরিবর্তন ইংল্যান্ড টেস্ট দলে। অধিনায়ক বেন স্টোকস আর কোচ ব্রেন্ডন ম্যাককালামের হাত ধরে টেস্টে ক্রিকেটে নতুন রূপে যাত্রা শুরু ইংল্যান্ডের।
ইংলিশ ক্রিকেটারদের নতুন এ যাত্রায় নির্ঘুম রাত কাটছে প্রতিপক্ষের। ফর্মের তুঙ্গে থাকা জো রুট-জনি বেয়ারস্টো আর বেন স্টোকসদের বিরুদ্ধে কোনো পরিকল্পনাই কাজে আসেনি নিউজিল্যান্ড-ভারতের।
বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড শুধু টেস্ট ক্রিকেট খেলছেই না, টেস্ট ক্রিকেটকে যেন বিনোদনের উপলক্ষ্য করে তুলেছে। ভারতের ছুড়ে দেওয়া ৩৭৮ রানের বিশাল টার্গেটকে মামুলি স্কোর মনে করেই দাপটে সঙ্গে ছাড়িয়ে গেছেন জো রুট-জনি বেয়ারস্টোরা।
এজবাস্টনে ভারতীয় বোলিং লাইনআপকে ধসিয়ে ৩৭৮ রানের বিশাল টার্গেট তাড়া করে জয়ের বন্দরে নোঙর ফেলা ইংল্যান্ডের প্রশংসা করে ক্রিকেট বিশ্লেষক হারশা ভোগলে টুইটারে লিখেন- ৩৬৫ বা তার বেশি টার্গেট কোন দল টেস্ট ক্রিকেটে দেওয়া মাত্রই তারা সাধারণত জয়ের পথে এক পা দিয়ে রাখে, কিন্তু এই ইংল্যান্ড দলটা অসাধারণ।
ইংলিশ ক্রিকেটাদের আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ ভারতের তারকা ক্রিকেটার দিনেশ কার্তিক লিখেছেন- ইংল্যান্ড যেন টেস্ট ক্রিকেটকে নতুন রূপে সংজ্ঞায়িত করছে। আকর্ষণীয় ও উপভোগ্য, চোখের জন্য দারুণ।
ভারতের ব্যাটিং বিশ্লেষক ও সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরের মতে, ইংল্যান্ডের মানসিকতাই বদল গেছে ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর।
এজবাস্টন টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ইংলিশ ওপেনার অ্যালেক্স লিচ অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে বলেছিলেন, অধিনায়ক হিসেবে স্টোকসের চিন্তা পরিষ্কার। তার পরিকল্পনা আছে, আমরা তার পরিকল্পনা মেনে চলি। সে অধিনায়ক হিসেবে যা করছে তা অবিশ্বাস্য।