নারায়য়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সোনারগাঁয়ের রাজনীতি সবসময়ই অবহেলিত। নারায়ণগঞ্জের ঐতিহ্যের কোন কমতি নেই। নারায়ণগঞ্জ থেকে জোহা-চুনকার মিছিল না গেলে, ঢাকায় মিটিং জমতো না। আদমজি থেকে মিছিল না গেলে, ঢাকার মিছিল জমতো না।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আইভী এসব কথা বলেন। সোনারগাঁ আমিনপুর শেখ রাসেল স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মো. আব্দুর রাজ্জাক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
এসময় মেয়র আইভী বলেন, দুঃসময়ে যারা দলের হাত ধরে তাদেরকে অসম্মান করা, নারায়ণগঞ্জের যত বড় নেতাই হন আপনি করতে পারবেন না। এই নারায়ণগঞ্জ ছিরো আওয়ামী লীগের সুতিকাগার। আজকের এই সম্মেলনের মাধ্যমে সকল নেতৃবৃন্দ, যারা আওয়ামী লীগের দুঃসময়ে পাশে ছিলো তাদের যাকে কমিটিতে স্থান দেয়া হয়। যাদের দুঃসময়ে খুঁজে পাওয়া যায়নি তারা যাতে এই কমিটিতে স্থান না পায়।
মেয়র আইভী আরও বলেন, সোনারগাঁয়ে কি আওয়ামী লীগের ঘাটতি পরেছে যে জাতিয় পার্টির হাতে দায়িত্ব তুলে দিতে হবে। নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে দীর্ঘদিন দরে ষড়যন্ত্র চলছে। সেখানে হয়তো কোন কারণ ছিলো, তবে সোনারগাঁয়ে কেন। জননেত্রী যার হাতে নৌকা তুলে দিবে, সেই হবে আমাদের নৌকার মাঝি। কিন্তু জাতীয় পার্টিকে এখানে মেনে নেয়া যাবে না।
জেলা আওয়ামী লীগের এই নারী নেত্রী আরও বলেন, আমরা সকলে শেখ হাসিনার কর্মী। আর বিভিন্ন নামে যে স্লোগান দেন, সেই সকল নামের স্লোগান দেয়া বন্ধ করেন। শেখ হাসিনার নামে স্লোগান দেন। রাস্তায় দেখলাম ওমুক ভাই, তমুক ভাই; শেখ হাসিনা না থাকলে সব ভেসে যাবেন।
উক্ত সম্মেলনে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি, আওয়ামী লীগের কার্যকারী পরিষদের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. নজিবুল্লা হিরু, আওয়ামী লীগের বন ও পরিবেষ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এড. সানজিদা খানম, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য শাহাবুদ্দিন ফরাজী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকন, বস্ত্র ও পাট মন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, নারায়লগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ ডা. শিরিন বেগম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল)।