শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জানা গেল ২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে

  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১১.২২ এএম
  • ১ বার পড়া হয়েছে

ফুটবল খেলা মানেই বাড়তি উত্তেজনা। যদি তা বিশ্বকাপ হয় তাহলে তো কথাই নেই। কারণ বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রমীদের আগ্রহের শেষ নেই। একটি আসর শেষ হলে হইচই শুরু হয় আরেকটি নিয়ে। কে জিতবে, কোথায় খেলা হবে এমন নানা প্রশ্ন নিয়ে চলে জল্পনা-কল্পনা।

ছেলেদের বিশ্বকাপ ঘিরে উত্তেজনা বেশি থাকলেও মেয়েদেরটাতে যে একেবারে কম তা কিন্তু বলা যায় না। অসংখ্য ফুলবল ভক্ত মুখিয়ে আছে শুধু জানার জন্য কবে আর কোন দেশে হতে যাচ্ছে ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ।

জানা গেছে, ২০৩৫ বিশ্বকাপের আয়োজক হওয়ার পথে যুক্তরাজ্য। মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আয়োজনে প্রাথমিক বিডের সময়সীমা শেষ হওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, যুক্তরাজ্য ২০৩৫ সালের নারী বিশ্বকাপের একমাত্র ‘বৈধ’ প্রার্থী হিসেবে আসরটি আয়োজন করতে যাচ্ছে।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল। এ ছাড়া শেষ মুহূর্তে স্পেনের আগ্রহের কথা শোনা গেলেও তারা আবেদন জানায়নি।

ফিফার রোটেশন নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টটি ইউরোপ বা আফ্রিকাতে আয়োজন করতে হবে। স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান পর্তুগাল এবং মরক্কোর সঙ্গে যৌথ বিডের কথা বলেছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে তারা আবেদন করেনি বলেই জানা গেছে। সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ইনফান্তিনো ঘোষণা করেছেন, ২০৩৫ সালের জন্য যুক্তরাজ্যের বিডই একমাত্র বিড হিসেবে গ্রহণ করা হয়েছে, আর যুক্তরাষ্ট্র ২০৩১ সালের সংস্করণ আয়োজন করবে।

বেলগ্রেডে ইউইফা কংগ্রেসে ইনফান্তিনো বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে আমরা ২০৩১ সালের জন্য একটি বিড এবং ২০৩৫ সালের জন্য একটি বৈধ বিড পেয়েছি। ২০৩১ সালেরটি যুক্তরাষ্ট্র এবং সম্ভবত কিছু কনকাকাফ সদস্যদের এ ছাড়া ২০৩৫ সালের বিডটি ইউরোপ থেকে, হোম নেশনদের পক্ষ থেকে।’

এফএ সিইও মার্ক বুলিঙ্গহ্যাম বলেন, ‘আমরা ২০৩৫ সালের ফিফা মহিলা বিশ্বকাপের একমাত্র প্রার্থী হওয়ায় সম্মানিত। এখন থেকে কঠোর পরিশ্রম শুরু হবে, যাতে বছরের শেষে প্রস্তুত করা যায়।’

মহিলা বিশ্বকাপের ভবিষ্যৎ সংস্করণ নিয়ে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনা করেছে ফিফা। ২০৩১ সাল থেকে এই টুর্নামেন্টটি ৪৮টি দল নিয়ে হবে, যা পুরুষ বিশ্বকাপের নতুন আকারের সাথে সঙ্গতিপূর্ণ। যদি যুক্তরাজ্য বিশ্বকাপ আয়োজন করে, তবে ২০৩৫ মহিলা বিশ্বকাপ হবে হোম নেশনগুলোর দ্বিতীয় বিশ্বকাপ, ১৯৬৬ সালের পুরুষদের টুর্নামেন্টের পর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort