অবশেষে বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজী (বিআইএমটি) থেকে অধক্ষ্য মাহাবুবুর রশীদ তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘ দুই দিনের আন্দোলনের প্রেক্ষিতে এবং ক্যাম্পাসের উত্তপ্ত পরিস্থিতি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। মূলতঃ ৫ অক্টোবর রাত ৯টায় বিএমইটি এর জয়েন্ট সেক্রেটারিসহ এএসপি,উপজেলা নির্বাহী অফিসার ও বন্দর থানার অফিসার ইনচার্জ ছাত্রদের সঙ্গে এক সমঝোতা বৈঠকে মিলিত হন।
এ প্রসঙ্গে ছাত্রদের পক্ষ থেকে সাংবাদিকদেরকে জানানো হয়,বৈঠকে যারা এসেছেন তারা ছাত্রদের আশ্বাস দিয়ে গিয়েছেন যে প্রিন্সিপাল স্যার রবিবার থেকে আর বিআইএমটিতে আসবেন না। তোমরা প্রিন্সিপাল স্যারকে ক্যাম্পাসে ঢুকতে দিওনা। বিএমইটি থেকে নোটিশ না আশা পর্যন্ত আমরা সব কিছু স্থগিত রেখেছি।
তারা আরো জানান,আজকে বৃহস্পতিবার হওয়ায় অফিস টাইম শেষ হওয়ার কারণে প্রজ্ঞাপন জারি করতে পারছিনা। আগামী রবি অথবা সোমবার বিকেল পাঁচটার মধ্যে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এমতাবস্থায় ছাত্ররাও জানিয়েছেন যে প্রজ্ঞাপন জারি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে। যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে তারা কঠোর আন্দোলন ও কর্মসূচি পালন করবে।