সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কিছু স্মৃতি কিছু কথা যা এখন শুধুই স্মৃতি; আমাদের মাঝে স্মৃতি কথা হয়ে চির অম্লান থাকুক তোফাজ্জল ভাই সোনারগাঁয়ে আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় বছরের নতুন বই বিতরণ দড়ি সোনাকান্দা তিন গুম্বজ জামে মসজিদের ব্যাটারী চুরি বন্দরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সুস্থ প্রজন্মের নারায়ণগঞ্জ গড়ার ক্ষেত্রে আমাদেরই ভূমিকা রাখতে হবে : সাদরিল সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী সোনারগাঁয়ে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লম্পট ও প্রতারক বাদলের অত্যাচার থেকে রূপগঞ্জ মধুখালী’র মানুষ মুক্তি চায় এবং গোয়েন্দা সংস্থার নজরদারির দাবী রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সাংবাদিক তোফাজ্জল হোসেন ও সেলিমের জন্য সহকর্মীদের দোয়া মাহফিল

চ্যাম্পিয়নস ট্রফিতে অধিনায়ক শান্ত, টি-টোয়েন্টির ভাবনায় লিটন

  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১২.২২ পিএম
  • ২ বার পড়া হয়েছে

গত বছরের শুরুতে তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। দল সাফল্য পেলেও তার ব্যাটে রানের দেখা খুব একটা মেলেনি।

বিশেষত টি-টোয়েন্টিতে তার ব্যাটিং নিয়ে সমালোচনা অনেক, প্রশ্ন ওঠে তার অধিনায়কত্ব নিয়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনজুরির কারণে তিন ফরম্যাটের কোনোটিই খেলতে পারেননি। টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন লিটন দাস। এর মধ্যে গুঞ্জন, শান্ত আর অধিনায়ক থাকছেন না। এ নিয়ে শুক্রবার কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘শান্ত দলের বাইরে গেছে ইনজুরির জন্য। সে যদি ফিরে আসে, অধিনায়ক হিসেবে ফিরে আসবে। তার মেয়াদ কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত এক বছর। আমরা আসলে মনে করেছিলাম সে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। এই মুহূর্তে সে ইনজুরিতে পড়ে ছিটকে গেছে, সে অধিনায়ক হিসেবেই আসবে। এখন আমরা তার অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না। ’

ওয়ানডে ও টেস্টে চালিয়ে গেলেও টি-টোয়েন্টিতে আর শান্ত থাকছেন না বলেই খবর। তার সত্যতা মিলেছে ফারুক আহমেদের কথায়। টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে কি লিটন আছেন? এমন প্রশ্নও ছিল ফারুকের কাছে।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে শান্ত স্বাচ্ছন্দ্যবোধ করছে না। সেই ব্যাপারে আমরা আরেকজন অধিনায়ক চিন্তা করেছি। যদিও টি-টোয়েন্টি এখনও বেশ দূরে আছে। আরও প্রায় ছয় মাস পর মনে হয়। এই মুহূর্তের ইস্যু না আর কী এটা। ’

‘আমি সবসময় মনে করি যে ক্রিকেটীয় মগজ, মেধা, অধিনায়কত্বের সক্ষমতার সঙ্গে ফর্মের কোনো সম্পর্ক নেই। একটা মানুষ যদি দীর্ঘদিন ফর্মে না থাকে তাহলে এটা একটা ব্যাপার। একজন ব্যাটারের আউট অব ফর্ম হবে, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনি যদি দেখেন বিরাট কোহলিও রান করতে পারছে না, রোহিত শর্মাও যেরকম খেলোয়াড় রান করতে পারছে না। ’

‘লিটনের সেরা পার্টটা ছিল এই ট্যুরে, যেটা চিন্তা করেছিলাম আমি বা আমার বোর্ডের ওদের সঙ্গেও কথা বলেছিলাম; আমি মনে করেছিলাম অনেক সময় খেলোয়াড়কে দুইভাবে সাহায্য করা যায়। যেহেতু রান করছে না ওয়ানডেতে, যদি ওকে অধিনায়কত্ব দিয়ে বাড়তি (দায়িত্বে রাখি) ফর্মে ফিরে আসতে পারে। ’

ফারুক আরও বলেন, ‘ফর্মে ফিরে না এলেও সে খুব ভালো অধিনায়কত্ব করেছে। এটা একটা বিরাট গুণ অধিনায়কের ব্যক্তিগত পারফরম্যান্স যদি এফেক্ট না করে। আমি আশা করি ও ফর্মে ফিরবে খুব শিগগিরই। তারপর আমরা যখন টি-টোয়েন্টি অধিনায়কের ব্যাপারে আলোচনা হবে, সে নিশ্চয়ই এগিয়ে থাকবে অধিনায়ক হিসেবে। ’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort