সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবজাতক চুরি করে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকের বিরুদ্ধে। এ ঘটনায় সালমা বেগম নামের একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) সকালে নবজাতকের মা আকলিমা বেগম রাজিয়া সোনারগাঁ থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
এর আগে ৪ অক্টোবর দুপুর দেড়টার দিকে উপজেলার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে এই ক্লিনিকে ওই নবজাতক ভূমিষ্ঠ হয়।
অভিযোগ থেকে জানা যায়, আকলিমা বেগম রাজিয়া রাজবাড়ির দৌলতদিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। সেখানে বসবাস করার সুবাদে ওই এলাকায় লক্ষ্মী নামের একজনের সঙ্গে তার পরিচয় হয়। এদিকে রাজিয়ার গর্ভে সন্তান আসার পর থেকে তার স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়। স্বামী গর্ভের সন্তানের ভরণপোষণ দিবেন না বলে হুমকি দেন। এ ঘটনায় রাজবাড়ী আদালতে মামলা দায়ের করা হয়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হলে তার শারীরিক সমস্যা দেখা দেয়। ৩ অক্টোবর লক্ষ্মী তাকে ফরিদপুর হাসপাতালে চিকিৎসা করানোর কথা বলে বাসা থেকে নিয়ে আসে। পরে তাকে অজ্ঞাত ব্যক্তির কাছে রেখে আত্মগোপনে চলে যায়। ওই ব্যক্তি তাকে পরদিন সোনারগাঁ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে।
১২ দিন আটকে রাখার পর ১৪ অক্টোবর দুপুর দেড়টার দিকে ওই ক্লিনিকে তাকে জোরপূর্বক সিজার করানো হয়। সিজারে তার ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। জ্ঞান ফেরার পর ক্লিনিক কর্তৃপক্ষ জানায় তার সন্তান অসুস্থ। তাই নবজাতককে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। একপর্যায়ে তাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বাচ্চা বিক্রি করে দিয়েছি বলে হাসপাতাল থেকে জানায়।
নবজাতকের মা রাজিয়া জানান, প্রতারণার মাধ্যমে তাকে এখানে আনা হয়েছে। জোরপূর্বক হাসপাতাল কর্তৃপক্ষ সিজার করিয়ে বাচ্চা বিক্রি করে দেয় অন্যত্র। তার বাচ্চাকে ফেরত পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে মডার্ন ডায়াগনস্টিক ও ক্লিনিকের পরিচালক মো. শহীদ মিয়া বলেন, একজন আয়া বাচ্চাটি চুক্তি করে নিয়েছেন। তবে চুক্তির মাধ্যমে আয়াকে তারা বাচ্চাটিকে দিতে পারেন কিনা এ প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি তিনি। তবে এ ঘটনা ধামাচাঁপা দিতে ক্লিনিক কতৃপক্ষ স্থানীয় কতিপয় সাংবাদিকদের মোটা অংকের অর্থ দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করা থেকে বিরত রাখার চেষ্টা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বাচ্চা চুরি করে বিক্রির অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।