ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। এর আগে সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। তবে মিরপুরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবে সাকিব আল হাসানের দল।
ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। পেস বোলিং কোচ অ্যালন ডোনাল্ড ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। এছাড়া একাদশে তিন স্পিনারের সঙ্গে দুই পেসারও থাকবে বলে নিশ্চিত করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই পেসার। তিনি বলেছেন, ‘চট্টগ্রাম টেস্টে খেলা তিন স্পিনার খেলবে, আর দুই পেসার তাসকিন ও খালেদ। এটাই সম্ভবত হতে যাচ্ছে।’
এদিকে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে একবারো হাত ঘোরাননি সাকিব। পিঠে ব্যথার চোটে ভুগছিলেন টাইগার এই অধিনায়ক। শঙ্কা জেগেছিল ঢাকা টেস্টেও বল করবেন কি না তবে সে বিষয়েও খোলাসা করেছেন পেস বোলিং কোচ অ্যালন ডোনাল্ড। বলেছিলেন, ‘সাকিব ঠিক আছে, সে বল করবে। সে ব্যথা পেয়েছিল ওয়ানডে ম্যাচে। সেটা থেকে সে সেরে উঠেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং বোলিং করার জন্যও প্রস্তুত।’
এদিকে ম্যাচের আগের দিন বুধবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন সেরেছে ভারতীয় দল। তবে দুঃসংবাদ অনুশীলনের সময় অধিনায়ক লোকেশ রাহুল পেয়েছেন হাতে চোট। যদিও ধারণা করা হচ্ছিল তেমন গুরুতর কিছু নয়। ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও তেমনটাই মনে করেন।
সংবাদ সম্মেলনে এসে রাঠোর বলেন, ‘না, গুরুতর নয়। দেখে তেমন মনে হচ্ছে না। তাকে দেখে ভালোই মনে হয়েছে। আশা করি, সে ঠিক হয়ে যাবে। ডাক্তাররা দেখছেন।’
শেষ টেস্টে বাংলাদেশ একাদশ কেমন হতে পারে এটা নিয়েও রয়েছে জল্পনাকল্পনা। তবে ধারণা করা হচ্ছে দুটি পরিবর্তন আসবে প্রথম টেস্টের একাদশ থেকে। সেক্ষেত্রে পেসার এবাদত হোসেনের জায়গায় দলে ফিরবেন তাসকিন আহমেদ। এবং নুরুল হাসান সোহানের জায়গায় ঢুকবেন মুমিনুল হক।