
গত ১৯ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সচেতন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে সাবেক ডিএস মোশারফ হোসেন এবং বর্তমান ডিএস মাহবুবুর রহমান সাহেবকে জড়িয়ে যে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সরজমিনে গিয়ে আমরা কথা বলি কফিল ফিলিং স্টেশন এর ট্যাংকলরী সহ বেশ কয়েকজন গাড়ির ড্রাইভার এর সঙ্গে অতিরিক্ত তেল লোড দিয়ে পরবর্তীতে কম দামে বিক্রি করা প্রসঙ্গে কিন্তু তাদের একজনও এভাবে তেল চুরি হয়েছে মর্মে কোন সদুত্তর আমাদের প্রতিবেদককে দিতে পারেননি। প্রসঙ্গক্রমে নাম না প্রকাশ করার শর্তে ট্যাংলরী গাড়ির একজন ড্রাইভার আমাদের বলেন ৫ ই আগস্টের পরে সরকার পরিবর্তনের কারণে রাজনৈতিক পট-পরিবর্তন হয় ফলে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোকে তাদের নিয়ন্ত্রণে নিতে চায় ফলশ্রুতিতে বিভিন্ন অপকৌশলের পথ বেছে নিয়েছে । স্বপদে ডিএস মাহবুবুর রহমান সাহেবকে হেয় প্রতিপন্ন করে তাদের সুবিধা হাসিলের জন্য উঠে পড়ে লেগেছে। গোদনাইল এসও রোড মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের স্থানীয় ব্যবসায়ীরা জানান ডি এস মাহবুবুর রহমান একজন সৎ-সাহসী ,ধার্মিক এবং ন্যায়পরায়ণ ব্যক্তি তিনি এই ডিপোতে আসার পর কেউ বলতে পারবে না ১ লিটার তেল চুরির মতন কোন ঘটনা ঘটেছে যদি সেরকম টাই হত তাহলে আমরা এর কিছু না কিছু জানতাম।
জনাব মাহবুবুর রহমান কখনোই কোন দলের পক্ষে সমর্থন করেননি অথচ মিথ্যা সংবাদ প্রকাশের স্বার্থে তাকে একবার সাবেক স্বৈরাচার সরকারের দোসর আবার বর্তমান বিএনপি সরকারের ক্ষমতাবান লোক হিসেবে দাবি করে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে প্রভাব বিস্তার করে চলেছেন মর্মে মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এলাকার স্থানীয় লোক ও ব্যবসায়ীরা বলেন প্রয়োজনে যেকোনো সময় আমরা ডিএস মাহবুবুর রহমানের সাথে মতবিনিময় করতে চাইলে তিনি আমাদের সাথে দেখা করে কথা বলেন যে বা যাহারা তার বিরুদ্ধে এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছেন এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং নিজেদের স্বার্থ হাসিল ছাড়া অন্য কিছু নয় সুতরাং আমরা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ।