বাড়ীর সীমানার অংশ নিয়ে গোগনগরের জায়েদা খাতুন হত্যার ঘটনায়, পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১৩ জানুয়ারি) বন্দর উপজেলায় কড়াইভিটা কলাগাছিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম সুমন খান (৪০)। সে নারায়ণগঞ্জ সদর উপজেলার শহিদনগর ১নং গলি এলাকার মৃত আজিজ খানের ছেলে।
র্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত বছরের ২২ ডিসেম্বর গোগনগর মসিনাবন্দ এলাকায় একটি নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি বাড়ীর সীমানার অংশ নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধের কারণে ক্ষিপ্ত হয়ে খুন করার উদ্দেশ্যে ভিকটিম জায়েদা খাতুন’কে গুরুতর রক্তাক্ত কাটা-জখম করে হত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৫(১২)২২ইং, ধারা- ১৪৩/৩২৩/৩০২/৩০৭/৩৪ পেনাল কোড। ঘটনাটি স্থানীয় জনসাধারণে মাঝে ব্যাপক চাঞ্চল্যেরসৃষ্টি করে।
তিনি আরও জানান, ঘটনার পর আসামী সুমন খান আত্মগোপনে চলে যায়। আসামী আত্মগোপনে থাকা অবস্থায় অদ্য ১৩ জানুয়ারি বন্দর কড়াইভিটা কলাগাছিয়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।