গতবছর ঢাকঢোল পিটিয়ে কোচ হিসেবে পিএসজিতে যোগ দিয়েছিলেন ক্রিস্তেফ গালতিয়ের। লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে,রামোসদের নিয়ে ইউরোপ-সেরা হওয়ার স্বপ্ন ছিল তার।
তবে সেটি এখনও পর্যন্ত পূরণ হয়নি।পূরণ করার জন্য সময়ও আর পাচ্ছেন না গালতিয়ের। কারণ ৫৬ বছর বয়সী অভিজ্ঞ এই কোচকে বরখাস্ত করেছে ফরাসি ক্লাব কর্তৃপক্ষ।
ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান এমন সংবাদই প্রকাশ করেছে। সংবাদে তারা জানিয়েছে, আজ গালতিয়েরকে বরখাস্তের ব্যাপারটি নিজেই নিশ্চিত করেছেন পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস।
তবে গালতিয়েরের ব্যাপারে যে এমন কঠিন সিদ্ধান্ত আসতে পারে, তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কারণ গত ৫ জুলাই দায়িত্ব নেয়ার পর গত প্রায় এক বছরে গালতিয়ের ক্লাবের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। তার সময়ে কোনরকম লিগ ওয়ানের শিরোপা জিতে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে পিএসজির পয়েন্টের ব্যবধান মাত্র ১। আর চ্যাম্পিয়নস লিগে গালতিয়েরের দল বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিয়েছে শেষ আট থেকেই। তাছাড়া ফরাসি কাপের শিরোপাও হয়েছে হাতছাড়া।
গালতিয়ের অবশ্য মাঠের বাইরেও বেশকিছু ঝামেলায় জড়িয়েছেন। তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছে। নিসের কোচ থাকা অবস্থায় নাকি দলে কৃষ্ণাঙ্গ ও মুসলিম খেলোয়াড় বেশি, এমন অভিযোগ করেছিলেন তিনি। পরে নিসেরই সাবেক এক ক্লাব কর্মকর্তা বিষয়টি প্রকাশ্যে আনেন। সেই অভিযোগ নিয়ে তোলপাড় হওয়ার পর আরেক ঝামেলায় জড়ান গালতিয়ের।