সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রতিরোধে ৭নং ওয়ার্ড বিট পুলিশিং কতৃক আয়োজিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ মাসদাইর বাড়ৈভোগ গাইবান্ধা বাজার এলাকায় ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বাড়ৈভোগ বাজার কমিটির সভাপতি মো. ছানাউল্লাহ দেওয়ান এর সভাপতিত্বে এবং জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মো. জহির তালুকদার এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক দিপু।
অনুষ্ঠানে ওসি মো. রিজাউল হক দিপুবলেন, আমি মাত্র ৪ মাস হয়েছে এখানে জয়েন্ট হয়েছি। একটা এলাকা ও এলাকার মানুষদের সম্পর্কে ধারনা নিতে কিছু সময় লাগে। কিন্তু আমি অনুধাবন করছি, এই এলাকায় কিছু ছিচকে সন্ত্রাসীদের কাছে আপনারা জিম্মি।
এটা আসলে খুবই দুঃখজনক। আজকের পর থেকে এ এলাকায় কোন ছিচকে সন্ত্রাসী থাকবে না। আগামীকাল আপনারা মেম্বারকে সাথে নিয়ে ৫০ জনের একটি কমিটি করবেন। এখানে নতুন বীট অফিস দেয়া হবে। একজন অফিসার ও তিনজন কনেস্টবলও থাকবে।
ওসি আরও বলেন, আজ থেকে এই এলাকায় আমার বিশেষ নজর থাকবে। হয় আমি ওসি থাকবো। অন্যথায় ওরা এলাকায় থাকবে। যারা শেল্টার দিচ্ছেন তাদের হুশিয়ার করছি। এমনভাবে বেয়াজ্জতি করবো যাতে আর কখনো মুখ দেখাতে পারবেন না। গতকাল আর আজ এক নয়।
এই এলাকার প্রতি আজকের পর থেকে আমার বিশেষ নজর থাকবে। কোন সন্ত্রাসী বা তাদের মদদদাতারা থাকতে পারবে না। স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তুলেন। ৯৯৯ ফোন দিবেন মাত্র ১০ মিনিটে পুলিশ আপনাদের সহযোগীতা করবে।
সভাপতির বক্তব্যে সানাউল্লাহ দেওয়ান বলেন, এই এলাকায় সাধারণ মানুষের বসবাস। বেশির ভাগই গার্মেন্টেস শ্রমিকদের বসবাস। যেহেতু তারা সাধারণভাবে বসবাস করে, তারা চান আমাদের সঙ্গে থেকে শান্তিতে বসবাস করতে। কিন্তু একদল বহিরাগতদের চাদাঁবাজির কারনে এলাকার মানুষ অতিষ্ঠ। আমরা প্রশাসনের সুদৃস্টি কামনা করছি।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. শাহজাহান মাদবর, ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. জাকারিয়া জাকির, কাশীপুর ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. শামীম আহম্মেদ, ঘোষেরবাগ পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সারোয়ার হোসেন টিটু, মাসদাইর মসজিদে জুম্মা কাজী বাড়ীর মোতাওয়াল্লী মো. মাসুম কাজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।