মাদারীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই কর্মী সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টার দিকে শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানসহ আহত হয়েছেন ১৫ জন। এ সময় একটি প্রাইভেট হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে মাদারীপুরের ৫টি উপজেলা নিয়ে কর্মী সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। বিকালে শহরের চৌরাস্তা এলাকায় আসতে শুরু করে দলীয় নেতাকর্মীরা।