নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দিনের মত কেক কেটে ছালামত উল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ফিউশন টাচ ইভেন্ট প্যাভিলিয়নের উদ্যোক্তা আয়োজন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্য্যালয়ের বিপরীতে ধানসিঁড়ি আবাসিক এলাকায় ৭ তলা ভবনটির ছাদে এ আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হাসান মিয়া খোকনের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, ফিউশন টাচ এর প্রজেক্ট ডিরেক্টর লিয়াকত আলী, ডিরেক্টর ইন্টারনাল ম্যানেজমেন্ট মোঃ মিনারুল ইসলাম,
টেকনিকাল ম্যানেজমেন্ট এবং ফেসিলিটি গোলাম রাব্বি, নন্দিত যাদুশিল্পী শাহীন শাহ্ ও কৌতুক অভিনেতা প্রিন্স আলমগীর, ইঞ্জিনিয়ার আক্তার হোসেন দর্পন, ব্যবসায়ী মাসুদুর রহমান।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হাসান মিয়া খোকন জানায়, ফিউশন টাচ প্যাভিলিয়নে উচ্চ-মানের পার্টি ভেন্যু খোঁজার সময় তরুণ দম্পতি, পরিবার এবং বন্ধুদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবে। আমরা বুঝতে পারি যে আর্থিক সীমাবদ্ধতা এই ধরনের উদযাপনকে বাধাগ্রস্ত করতে পারে। তাই আমরা নারায়ণগঞ্জের হামিদা খাতুন রেসিডেন্সির উপরের তলায় একটি নিরাপদ, সাশ্রয়ী মূল্যের এবং প্রাণবন্ত ইভেন্ট প্যাভিলিয়ন তৈরী করেছি। আমাদের স্থানটি মিটিং এর জায়গা থেকে শুরু করে প্রাণবন্ত ডিজে জোন, গেম জোন, বার-বি-কিউ এরিয়া, ৩৬০ ডিগ্রী সেলফী মেশিন এবং এমনকি একটি চিত্তাকর্ষক জলের ফোয়ারা পর্যন্ত অগণিত সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত ।
উল্লেখ্য, এরআগে বৃহস্পতিবার রাতে ফিউশন টাচ প্যাভিলয়নের উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মসূচীর শুক্রবার ছিলো সমাপনি দিন। আগামীতেও এ ধরণের কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষ যেকোন আয়োজন করতে পারবে বলে জানিয়েছেন আয়োজক।