বুধবার, ১৪ মে ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

‘কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতা’ সন্ত্রাসী মোশাররফ অস্ত্রসহ গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৩.২৮ এএম
  • ৯৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতাসহ আশপাশের এলাকায় মাদক কারবারিতে জড়িত সন্ত্রাসী ভূমিদস্যু মোশাররফকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দুটি মোবাইলফোন, দুটি সিমকার্ড ও নগদ টাকা ৮৮৫০ উদ্ধার করা হয়।

মোশাররফ গত বছর র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তারকৃত এক সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার মামলারও অন্যতম আসামি। এ ছাড়াও সে স্থানীয় কয়েকটি কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতা হিসেবে পরিচিত এবং ভুলতাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের আতঙ্ক।

তার বিরুদ্ধে ভুলতা এলাকায় ভূমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, বালু উত্তোলন নিয়ে প্রভাব বিস্তার ও দখলদারিত্ব, অপহরণপূর্বক মুক্তিপণ আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেশিশক্তি জানান দেওয়ার জন্য অস্ত্র সরবরাহ করার একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

শনিবার (১৩ জুন) র‌্যাব-৩’র সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মোশাররফ গত সেপ্টেম্বর মাসে র‌্যাবের হাত থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা স্বীকার করে।

এছাড়াও সে জানায় যে, ভুলতা এলাকায় বালু উত্তোলন এবং ভূমি দখলকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার বিরাজমান। তার বাহিনী আধিপত্যকে কাজে লাগিয়ে ভূমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় ১ টি অপহরণ, ১ টি সরকারী কাজে বাঁধাদান এবং ১ টি আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে। সে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার কাজে উক্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে আসছিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মোশাররফ নারায়ণগঞ্জ জেলার উত্তর ভুলতা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। চার ভাই-বোনের মধ্যে সে তৃতীয়। ছোটবেলা থেকেই সে বেপরোয়া জীবনযাপন করত। সে দশম শ্রেণীতে অধ্যয়নকালে এলাকার কিশোর গ্যাং এর সাথে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। পরবর্তীতে সে একটি গরুর খামার পরিচালনা করত।

খামার ব্যবসার অন্তরালে সে মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ভুলতা এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণপূর্বক মুক্তিপণ আদায় ইত্যাদি কার্যক্রম চালিয়ে আসছিল। ধীরে ধীরে সে এলাকার সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত ্বছরের ১৪ সেপ্টেম্বর ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। অভিযানের খবর পেয়ে শীর্ষ সন্ত্রাসী মোশাররফের নেতৃত্বে ২০০ থেকে ২৫০ ব্যক্তি দলবদ্ধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্য আহত হন।

এ ঘটনায় ওই সময় ২৭ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort