রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার চারারগোপে প্রধান পাইকারি ফলের আড়তে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দুই ব্যবসায়ীর লক্ষাধিক টাকার আম। সোমবার (৫ জুলাই) দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ীরা জানান, দুপুরের দিকে বেলায়েত হোসেনের দোকানে আগুন লাগে। মুহুর্তেই ওই আগুন পাশের দেলোয়ার হোসেনের দোকানেও ছড়িয়ে পড়ে। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আড়তের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই পুড়ে যায় দোকান দু’টি। সেখানে থাকা বিপুল পরিমাণ আম ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক বেলায়েত হোসেনের শ্বশুর ওসমান সরকার। তিনি বলেন, তার দোকানে প্রায় ৫০ হাজার টাকার আম ছিল। অধিকাংশ আমই আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া দোকানের ভেতরে থাকা পরিমাপের যন্ত্র, টেলিভিশনও পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন জানান, প্রায় চার লাখ টাকার মতো ক্ষতি হয়েছে তার। তার আড়তে থাকা বিপুল পরিমাণ আম আগুনে নষ্ট হয়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন বেশি ছড়াতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। ব্যবসায়ীদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যাবে।