বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কবে জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল, কতটা প্রস্তুত বাংলাদেশ

  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১০.৫৫ এএম
  • ০ বার পড়া হয়েছে

দীর্ঘ এক জটিলতার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিগত ২০২৪ সালের পুরো বছরের নাটকীয়তা শেষে সিদ্ধান্ত হয়, হাইব্রিড মডেলেই হবে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এরপরেই দ্রুতগতিতে এগুচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সব কাজ। এরইমাঝে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দেয়ার সময়।

আইসিসির ঘোষণা অনুযাইয়ী, ১২ই জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী ৮ দলকে নিজ নিজ স্কোয়াড জমা দিতে হবে। যদিও ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছেমতো পরিবর্তন আনতে পারবে। তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে।

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। খেলা হবে পাকিস্তানের তিন ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

টুর্নামেন্টে অংশ নিতে এরইমাঝে দল ঘোষণা করে ফেলেছে ইংল্যান্ড। জশ বাটলারকে অধিনায়ক করে ঘোষিত সেই স্কোয়াডে আছেন জফরা আর্চার, জো রুট, মার্ক উডের মতো ক্রিকেটাররা। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য তারা সফর করবে ভারতে। ৫ টি-টোয়েন্টির সঙ্গে খেলবে ৩ ওয়ানডে। ২০২৩ সালের ভারত বিশ্বকাপের বাজে ফর্ম কাটিয়ে উঠতে ইংলিশরা মরিয়া– তারই নমুনা দেখা গিয়েছে এখন পর্যন্ত।
যদিও স্কোয়াড জমা দেয়ার সময় ঘনিয়ে এলেও জটিলতার মাঝে আছে বাংলাদেশের স্কোয়াড। দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মাঝে তিক্ততা অজানা নয়। তামিম ইকবালের অবসর এবং মাঠে ফেরা নিয়ে আছে অনেক প্রশ্ন, অনেক গুঞ্জন। অন্যদিকে দেশে ফিরতে না পারার পর সাকিবও ৮-জাতি এই টুর্নামেন্ট খেলবেন কিনা, তাও বড় প্রশ্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort