কুড়িগ্রামের চিলমারীতে একটি কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে। গাছটি দেখার জন্য ভিড় করছে মানুষ।
রমনা মডেল ইউনিয়নে মাস্টার পাড়া এলাকা মামুন মিয়া বলেন, আজ সকালে শুনি গাছটির মধ্যে ধোয়া ও আগুন জ্বলছে। জানি না কেউ আগুন দিয়েছে কি না না। উপস্থিত কয়েকজন জানান, গাছে আগুন ধরিয়ে আল্লাহ প্রদত্ত আগুন।
স্থানীয় আলামিন (৬০), আমেনা বেগম (৫০), আসাদুজ্জামানসহ (৪০) অনেকেই বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনা রেলস্টেশনের ওখানে একটি গাছে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসেও আগুন নেভানোর চেষ্টা করে ও ব্যর্থ হয়েছে। আসলে এ আগুন কোথা থেকে আসছে আমরাও বুঝতে পারছি না।
স্কুলছাত্রী আশামনি খাতুন বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সঙ্গে এখানে দেখতে এসেছি।
চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো.ফারুক হোসেন বলেন, ঘটনাটি শোনার পর সকালে এসে দেখি গাছে আগুন জ্বলছে আগুন নেভানোর চেষ্টা করেছি কিন্তু আগুন না নেভায় আমরা চলে আসি আবার এসে দেখে আগুন জ্বলছে আমরা চেষ্টা করছি।