টেস্ট সিরিজে সমানে সমানে লড়াই করেছে দুই দল। ফলে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়। টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজ ঠিকই জিতে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড।
সিরিজের তৃতীয় ওয়ানডে শুক্রবার পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল দলটি।
সিরিজের প্রথম ওয়ানডে সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করে পাকিস্তান। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই দারুণ ভাবে লড়াই করে দলটি। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭৯ রানে হারায় নিউজিল্যান্ড।
ফলে ১-১ সমতা নিয়ে সিরিজের তৃতীয় ওয়ানডে শুক্রবার মাঠে নেমেছিল দল দুটি।অঘোষিত ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ফখর জামানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮০ রান তোলে। জবাবে ৪৮.১ ওভারে ৮ উইকেটে ২৮১ রান তুলে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ৫০ ওভারে ২৮০/৯ (ফখর ১০১, মাসুদ ০, বাবর ৪, রিজওয়ান ৭৭, হারিস ২২, সালমান ৪৫, নাওয়াজ ৮, উসামা ৬, ওয়াসিম ৭, রউফ ১*, হাসানাইন ৪*; সাউদি ১০-০-৫৬-৩, ফার্গুসন ১০-০-৬৩-২, স্যান্টনার ১০-০-৬৪-০, ব্রেসওয়েল ১০-০-৪৪-১, সোধি ১০-০-৫০-১)
নিউজিল্যান্ড: ৪৮.১ ওভারে ২৮১/৮ (অ্যালেন ২৫, কনওয়ে ৫২, উইলিয়ামসন ৫৩, মিচেল ৩১, ল্যাথাম ১৬, ব্রেসওয়েল ৭, ফিলিপস ৬৩*, স্যান্টনার ১৫, সোধি ০, সাউদি ০*; হাসনাইন ৬.১-০-৪২-০, রউফ ৭-০-৪১-০, নাওয়াজ ১০-০-৫৩-১, ওয়াসিম ৫-০-৩৫-২, সালমান ১০-০-৪২-২, উসামা ১০-০-৬১-১)
ফল: নিউ জিল্যান্ড ২ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী নিউ জিল্যান্ড
ম্যান অব দা ম্যাচ: গ্লেন ফিলিপস ও ম্যান অব দা সিরিজ: ডেভন কনওয়ে