নারায়ণগঞ্জ ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ বেশ কয়েকটি মামলায় আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
জানা গেছে, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই নেতা পরিচিত ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।