নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় চর এলাহি ইউনিয়ান ৭ নম্বর ওয়ার্ড চর কলমী চান্দু মার্কেটের পাশে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৫টি ঘর দেওয়া হয়েছে। ১০টি পরিবার বসবাস শুরু করেছেন সেই ঘরে। ওই এলাকাটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপহারের তিনটি ঘরের দেওয়ালেই দেখা দিয়েছে ফাটল। একই অবস্থা ঘরের টয়লেটের কমোডেরও। শধু তাই নয়, ঘরের সামনে থই থই করছে পানি। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার কে বা কারা গিয়ে সেই ফাটলে আস্তরণ লাগিয়ে দেয়, যা এখনো ঝুঁকিপূর্ণ।
এই বিষয়ে কোম্পানীগঞ্জ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রাভাত চাকমা আমাদের সময়কে বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অসুস্থ। আমি সহকারী ভূমি কমিশনার ভারপ্রাপ্ত হিসেবে আছি। শুনেছি, তবে বিষয়টি আমি দেখব।’