নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা করেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ গুলো তিনি করে যাচ্ছেন। আমি মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের কাছে দাবি জানাই, আমাদের টাউন হল দীর্ঘদিন যাবত পরিত্যক্ত হয়ে পরে আছে। আমি অনুরোধ করবো অচিরেই এটাতে এমনভাবে তৈরী করা হোক যাতে, শিল্প-সংস্কৃতি বেষ্টনি হিসেবে গড়ে তোলা হোক। যেখানে নাটক, আবৃতি, সিনেপ্লেক্স, সংগীতসহ চর্চার সকল কিছু থাকবে। আজকে আমি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি, এমপি শামীম ওসমানের চেষ্টা ও তদবীরে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারায়ণগঞ্জ জেলা পরিষদ সব সময় নারায়ণগঞ্জের সকল শিল্প-সংস্কৃতি চর্চায় বিকশিত করার চেষ্টায় অব্যহত থাকবে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শিল্পকলা একাডেমিতে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
চন্দনশীল আরও বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শিল্পকলা প্রতিষ্ঠা করেছেন। আমি বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের প্রতি ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভাষার মাসে আমি সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ১৯৭৪ ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শিল্পকলা প্রতিষ্ঠা করেছিলেন কারণ, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ, সমাজতান্ত্রিক বাংলাদেশ এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে। বাংঙ্গালীর সংস্কৃতির বিকাশের জন্য তিনি শিল্পকলা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দুঃখজনক ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু যদি বেচেঁ থাকতেন তাহলে বাংলাদেশ শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিতে আমরা অনেকদূর এগিয়ে নিয়ে যেতাম। কিন্তু আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধুর দুটি কণ্যা জীবিত ছিলেন, আজ তাদের নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হচ্ছে। নারায়ণগঞ্জে শিল্পকলা একাডেমি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেটা এনে দিয়েছেন আমাদের প্রিয় নেতা এমপি একেএম শামীম ওসমান। নারায়ণগঞ্জে অনেক শিল্পী আছেন, কিন্তু দুঃখের বিষয় নারায়ণগঞ্জে নগর মিলনায়তন করা হয়েছে কিন্তু সেখানে শিল্পীদের সুব্যবস্থাপনা নেই। সেখানে এতো দর্শক নিয়ে বসার ব্যবস্থা নেই।